রাঙামাটির শিশু একাডেমির বার্ষিক বনভোজন

101

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বনভোজন উপলক্ষে রাঙামাটি পার্কে শিশু ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। দুপুরের খাবারের পর শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বীনা প্রভা চাকমাসহ শিশু একাডেমির বিভিন্ন প্রশিক্ষণের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশু ও অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপর বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ৪বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সের চুড়ান্ত পরিক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।