|| স্টাফ রিপোর্টার ||
২৪ পদাতিক ডিভিশন রাঙামাটি রিজিয়ন এর সার্বিক তত্ত্বাবধানে আর্তমানবতার সেবায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম এর নেতৃত্বে ১০০ হতদরিদ্র মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ২৪ পদাতিক ডিভিশন রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি, ৫কেজি চাউল, ২ কেজি ডাল,২কেজি আটা,১কেজি লবণ বিতরণ করা হয়।