॥ স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার ১১জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। শনিবার বিকেল সাড়ে ৫টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, মো: সাইফুল আলম রাশেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলা ১১জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে সর্বমোট ২লক্ষ ৬৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।