রাঙামাটির ১২ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেড ক্রিসেন্টে’র সুরক্ষা সামগ্রী বিতরণ

412

॥ স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস সংক্রামণ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটির উদ্যোগে জেলার ১২টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষ কার্যক্রম এর উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রবিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর সভাপতি বৃষকেতু চাকমা। উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধমে ১২টি স্বাস্থ্য সেবা কেন্দ্রকে সংযুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, সিভিল সার্জন ডা: বিপাশ খিশা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর অন্যান্য সদস্যগণ। শেষে করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য জেলার ১২টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয় ।