রাঙামাটি অটোরিক্সা শ্রমিকদের নবনির্বাচিত পরিষদের সংবর্ধনা

379

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির নবনির্বাচিত পরিষদকে সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পর্যটন হলিডে কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, বিশিষ্ট সমাজ সেবক মো. হানিফ। সংগঠনটির সাবেক সভাপতি আলী আহমেদ অলির সভাপতিত্বে ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ অজিত দাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল মিয়া।

আলোচনা সভা শুরুর আগে আমন্ত্রিত অতিথি ও নবনির্বাচিত পরিষদের সকলকে সমিতির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেয়। পরে র‌্যাফেল ড্র ও বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।