রাঙামাটি আসছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার

520

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

শুক্রবার (১৯ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার রাঙামাটি সফর করবেন। তিনি রাঙামাটিতে জেলা তথ্য অফিস পরিদর্শণ করবেন এবং জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে দেশের উন্নয়ন, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহ জনগণকে অবহিত ও জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রচার কার্যক্রমের আওতায় সাপছড়ি যৌথ খামার পাড়ায় উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।