॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি আসবাবপত্র ব্যাবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৮ম ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ছাতা প্রতীকে মো: মিজান ও সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে আব্দুল শুক্কুর নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মধ্যরাতে ভোট গণনা শেষ হওয়ার পর নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাক্য উজ্জল চাকমা। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন ও রবিউল আলম রবি, কাউন্সিলর জামাল উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্টদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে মো: মিজান, সহ সভাপতি পদে টেবিল প্রতীকে এম. হিরো তালুকদার, সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে আব্দুল শুক্কুর, যুগ্ম সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীকে মো: বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে তারেক আহম্মেদ, কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে মো: এমদাদ হোসেন হিরো, দপ্তর সম্পাদক পদে কাঠাল প্রতীকে মো: আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকে মো: মনির, ক্রীড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীকে মো: আনোয়ার হোসেন এবং সদস্য পদে করাত প্রতীকে মো: আল আমিন, হাত পাখা প্রতীকে মো: সোহেল, টেবিল ফ্যান প্রতীকে মো: আবুল বশর নির্বাচিত হন।