রাঙামাটি ইসলামী ব্যাংকের কেন্দ্র প্রধান প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

498

OLYMPUS DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার, ৪ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : আপনারা আপনাদের সন্তানের কথা ভেবে বেশি বেশি করে সঞ্চয় করুন। কারণ “আজকের সঞ্চয় আগামীর ভবিষ্যৎ” ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ি অর্থ-ই আপনার স্বল্প বিনিয়োগের মূলধন। যা আপনাকে র্থনৈতিকভাবে সম্মৃদ্ধ করে তুলবে। যার ধারাবাহিকতায় আপনি হয়ে উঠবেন একজন সফল বিনিয়োগকারি এবং সফল উদ্যোক্তা। আর ক্ষুদ্র উদ্যোক্তাদের অন্যতম আস্থাস্থল হিসেবে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লমিটেড। ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠি আর বৈচিত্র্যময় সংস্কৃতি নির্ভর পাহাড়ি জেলা রাঙামাটির প্রার্ন্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পসহ নানাবিদ কর্মকান্ডই প্রমান করে নামটি ইসলামী ব্যাংক হলেও তারা কাজ করছে দেশ ও দেশের জনগণের উন্নয়নে। ইসলামী ব্যাংকের মতো এখানে ব্যবসা পরিচালনাকারী অন্যান্য ব্যাংকগুলোও যদি প্রার্ন্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এগিয়ে আসতো তাহলে পাহাড়ি এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র অনেক আগেই পরিবর্তন হতো বলে মন্তব্য করেছেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।
শুক্রবার ইসলামী ব্যাংক রাঙামাটি শাখা কর্তৃক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পরিচালিত কেন্দ্র প্রদান ও সহকারি কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো এসব কথা বলেন।

ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি মেয়র ভূট্টো আরো বলেন, আমরা  প্রত্যেকে যদি ইসলামী ব্যাংক অথবা এদের মতো প্রতিষ্ঠানগুলোতে অন্তত একটি করে সঞ্চয়ী হিসাব খুলে অর্থ সঞ্চয় করলে. একদিকে যেমন এ সঞ্চয়ের টাকা আমাদের সকলের বিপদে কাজে আসবে অন্যদিকে আমাদের জমানো টাকা ব্যবসা করে রাষ্ট্র তার অবকাঠামোগত উন্নয়নের কাজে লাগাবে। এই সঞ্চয়ের টাকায় একদিকে যেমন রাষ্ট্র লাভবান হচ্ছে ঠিক অন্যদিকে একটি নির্দিষ্ট বছর পর আমার সঞ্চয়ের জমা টাকাসহ লাভের একটি অংশও পাচ্ছি।

ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোনের হেড অব জোন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রাণী সম্পদ বিভাগের প্রধান কর্মকতা  জয়নাল আবেদিন, চট্টগ্রাম উত্তর জোনের জোন অফিসার মো. মনজুর আলম। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্যাঞ্চ শেখ মো. ওমর।

অনুষ্ঠানটি পরিচালনাকরেন ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মো. ওবায়দুল হক ও সিনিয়র কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। এরআগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, ফিল্ড অফিসার আশরাফুল আলম। ইসলামী সংগীত পরিবেশন করেন, সিসিটিবি মো. জামাল উদ্দীন। এসময় ব্যাংকের কার্যক্রমের পরিধি বাড়াতে অবদান রাখার জন্য একাধিক কেন্দ্র প্রধানদের মধ্য থেকে সেরাদের বাছাই করে তিনজন কেন্দ্র প্রধানকে শ্রেষ্ট কেন্দ্র প্রধান এবং দু’জন ফিল্ড অফিসারকে শ্রেষ্ঠ ফিল্ড অফিসার হিসেবে ঘোষণা করে পুরুষ্কার প্রদান করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান