রাঙামাটি জেলার শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলো পেয়ারু

454

॥ স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন প্রতিপাদ্যে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত সমবায় দিবসের অনুষ্ঠানে ন্যায়নিষ্ঠ ও গ্রহণযোগ্য কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেয়েছেন, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও তরুন আওয়ামী রাজনীতিবিদ মোঃ মহিউদ্দিন পিয়ারু।

শনিবার (৬ নভেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমবায় দিবসের অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এ পুরস্কার তুলে দেন।

এসময় জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও দূর্গেশ্বর চাকমা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার চৌধুরী, বাংলাদেশ মৎসজীবী লীগের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক উদয়ন বড়ুয়া সহ বিভিন্ন সমবায় সভাপতি, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠ ও গ্রহণযোগ্য কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি স্বরূপ তাকে জেলা শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত করা হয়েছেন জানিয়ে মোঃ মহিউদ্দিন পেয়ারু সমবায় সমিতির সকল সদস্য ও কর্মকর্তাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে তিনি আরো সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, মোঃ মহিউদ্দিন পিয়ারু রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির দু’বারের নির্বাচিত সাধারন সম্পাদক ও তরুন আওয়ামী রাজনীতিবিদ এবং রাঙামাটি অটোরিক্সা মালিক (ফোর ষ্ট্রোক /সিএনজি) সমিতি সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।