॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতার ১৯ মিনিটের ভাষণ জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করে রাঙামাটিজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু না হলে দেশের মানুষ কখনোই স্বাধীনতার সাধ পেতো না। ১৯৭১ সালের শুরু থেকেই জাতির পিতা বুঝতে পেরেছিল পাকিস্তানীদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে তাদের সাহস যোগাতে হবে। তাদের ঐক্যবদ্ধ করতে হবে। তাইতে জাতির পিতা ১৯ মিনিটের ভাষণের প্রতিটি লাইনে লাইনে ছিলে শোষিত নিপিড়িত মানুষের শক্তি যোগানোর মন্ত্র। তিনি ঐদিনই জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি।
মঙ্গলবার ৭ মার্চ রাঙামাটিজেলা পরিষদ প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটিজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এ কথা বলেন।
আলোচনা সভায়, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য ঝর্ণা খীসা, রাঙামাটিসিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙামাটিপ্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাঙামাটিজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে রাঙামাটিজেলা পরিষদের পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য ঝর্ণা খীসা, রাঙামাটিসিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবর্ক অর্পণ করেন।