\ এম.নাজিম উদ্দিন \
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙামাটির কাউখালী উপজেলাতে সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ’কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়, সাংগঠনিক বার্তা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত গ্রহণ করা হয়।