রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি কার্যক্রমের উদ্বোধন

536

॥ সোহরাওয়ার্দি সাব্বির ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোবার জেলা প্রশাসক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ জেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন স্কুলের ৩২ জন কে শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে এই শিক্ষা বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া রাঙামাটি জেলার ১০ উপজেলায় বিভিন্ন স্কুল ও বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রায় ১৮৩ ছাত্র ছাত্রী এই শিক্ষা বৃত্তি পাবে।

শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রমের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীর ২ হাজার টাকা, নবম দশম ২৫০০ টাকা এবং একাদশ ও ¯œাতক ৩০০০ হাজার টাকা করে পাবে।