রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

13

\ স্টাফ রিপোর্টার \
রাঙামাটিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাঠান মোঃ সাইফুজ্জামান, সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় বক্তারা জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ গঠনে সকলকে জুলাই চেতনা ধারণ ও শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রেখে নিজেদের চেতনা শানীত করার আহবান জানান। জেলাপ্রশাসক তার আলোচনায় শহীদ ও শহীদদের পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন।