রাঙামাটি থেকে উত্তরবঙ্গে যাওয়ার বাস সার্ভিস উদ্বোধন

159

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি থেকে উত্তরবঙ্গে যাওয়ার বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। উত্তরাঞ্চলের সাথে রাঙামাটি পার্বত্য জেলার যোগাযোগ স্থাপন করতে রাঙামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতি ও সোনিয়া এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে সোনিয়া-পাহাড়িকা পরিবহণ নামে এই সার্ভিসের যাত্রা শুরু হলো। সোমবার বিকেলে রিজার্ভ বাজার বাস স্টেশনে ফিতা কেটে অফিস ও বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় সোনিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাহিদ হাসান জনি, রাঙামাটি চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ, কার্যকরী সদস্য মো. হায়দার, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তারেক হোসেন মাহিম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ফিতা কেটে উদ্বোধনের পর বাস কাউন্টারে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সোনিয়া পাহাড়িকার বাস পরিদর্শন করেন অতিথিরা। সোনিয়া পাহাড়িকা পরিবহনের মাধ্যমে রাঙামাটির যাত্রীরা সরাসরি উত্তরাঞ্চলের- টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ও চাপাই পর্যন্ত যাত্রা করতে পারবেন।