॥ স্টাফ রিপোর্টার ॥
৭হাজার ডাস্টবিন বিতরণের পর পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার গার্বেজ ভ্যান কার্যক্রম শুরু করলো রাঙামাটি পৌরসভা। যেসব অলিগলিতে আবর্জনা অপসারণের ট্রাক প্রবেশ করতে পারেনা সেসব এলাকা থেকে ময়লা আবর্জনা অপসারণে এসব গার্বেজ ভ্যান ব্যবহার করা হবে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা, ১, ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জোসনা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নির্মলা দেওয়ানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার বিপ্লব তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র- শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পৌরবাসীর প্রতি অনুরোধ জানান। আলোচনা সভার পর প্রধান অতিথি ফিতা কেটে এবং চাবি বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ময়লা-আবর্জনা অপসারনে শহরে ৫টি গার্বেজ ভ্যানের কার্যক্রম উদ্বোধন করেন।