।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।
রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌরসভা শাখার উদ্যোগে একশত বিশজন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) আয়োজিত এ মানবিক কার্যক্রমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর জামায়াতের আমীর মো. মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম। এছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।প্রধান অতিথি অধ্যাপক আবদুল আলীম বলেন, “ইসলাম আমাদের শুধু ইবাদতের শিক্ষা দেয়নি, বরং মানবতার সেবারও শিক্ষা দিয়েছে। ঈদুল ফিতর কেবল আনন্দের নয়, এটি মানবিকতা ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়াই, তাহলে সমাজে কেউ অভুক্ত থাকবে না, ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত হবে না। জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম শুধু রাঙামাটিতে নয়, দেশের প্রতিটি অঞ্চলে চালিয়ে যেতে হবে। সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের অন্যতম দায়িত্ব।”
উপহার হাতে পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।