রাঙামাটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে গিরিদর্পণ সম্পাদকের শুভেচ্ছা

11

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি প্রেসক্লাবের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রকাশক মনজু রাণী গুর্খা। এক অভিনন্দন বার্তায় তিনি নির্বাচিত প্রতিনিধিদের গতিশীল নেতৃত্বে রাঙামাটি প্রেসক্লাব আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ার আল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ইলিয়াস নির্বাচিত হন। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সাখাওয়াৎ হোসেন রুবেল এবং সহ- সভাপতি পদে অলিআহমেদ নির্বাচিত হয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  ক্লাবের ২৫ জন স্থায়ী সদস্যের মধ্যে ২১ জন স্থায়ী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আখতার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন, রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক মৃদুল কান্তি ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম। তারা ভোট গ্রহণ ও গণনায় দায়িত্ব পালন করেন।

নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণায় আগামী দুই বছরের জন্য রাঙামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন: যুগ্ম সম্পাদক: মনসুর আহম্মেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ: শংকর হোড় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক: মো. মঈন উদ্দীন  (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), পাঠাগার ও প্রচার সম্পাদক: মিল্টন বাহাদূর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং চারজন কার্য নির্বাহী সদস্য হয়েছেন: সুপ্রিয় চাকমা জাহেদা বেগম উচিংছা রাখাইন কায়েস শাহ আলম। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর রাঙামাটি প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।