॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সবাশেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাংবাদিক মনছুর আহম্মেদ মান্নার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ মাহাবুব আহামদ, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্ত্তী, সদস্য আলমগীর মানিক, মোঃ সোলায়মান, ইয়াছিন রানা সোহেল, উচিংছা রাখাইন, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক বিহারী চাকমা, ফাতেমা জান্নাত মুমু।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া করেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী।