রাঙামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সভা

163

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বধির কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ১১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আসামবস্তিস্থ মাশরুম সেন্টার মিলনায়তনে রাঙামাটি বধির কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এবং বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় ও সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক বিশ্বজিৎ চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম প্রমূখ।

সভায় বধির কল্যাণ সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়দ শেষ হওয়ায় আগামী ৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বধির বাক শ্রবণ প্রতিবন্ধী সদস্যদের উপস্থিতিতে ও সমর্থনে কানু দাশ গুপ্ত সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর আলী কে মনোনীত করে কমিটি গঠন করা হয়।