॥ স্টাফ রিপোর্টার ॥
গত ১২ মার্চ রাঙামাটি জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পর কমিটিতে পদ না পাওয়ায় জেলা মহিলাদলের নেতাকর্মীরা প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে। সোমবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি প্রতীকী অনশন করেন তারা।
এসময় জেলা মহিলাদলের সভাপতি নুরজাহান বেগম পারুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহা বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলার সহ-সভাপতি মায়াদেবী চাকমা, যুগ্ম সম্পাদক মরিয়ম বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক রুজি আক্তার, সদর থানা শাখার সভাপতি কোকিলা চাকমাসহ মহিলাদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা জেলা বিএনপির এই কমিটি বাতিল করে মহিলাদলের নেতৃবৃন্দের নাম সংযুক্ত করে পুণঃরায় কমিটি গঠনের দাবি জানান।