রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় অংশিজনদের নিয়ে সভা অনুষ্ঠিত

116

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে রাঙবিপ্রবিতে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তাকুলদার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। এছাড়া সভায় রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের মান ও দক্ষতার বৃদ্ধির উপর তাদের স্ব স্ব মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, উন্নত-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই স্বচ্ছতাভাবে দায়িত্ব পালন করলে এই স্বপ্ন পূরণ করা সম্ভব। তিনি আরও বলেন, সুশাসন ও মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সংকট রয়েছে তা অচিরেই কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ বিকল্প ফোকাল পয়েন্ট ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার শাহেদ আনোয়ার।