স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি) : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সর্বসম্মতিক্রমে রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার সময় কলেজ ছাত্রলীগের সকলস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি- সুলতান মাহম্মুদ বাপ্পা, সহ সভাপতি- রাসেল বনিক, মনিরুল ইসলাম খোকন, মো. নূর আলম, মুন্না দে, মো. মঈন উদ্দীন মুন্না, মো. মাঈন উদ্দীন ইমন, মো. সালাউদ্দিন ।
সাধারণ সম্পাদক- আহমেদ ইমতিয়াজ রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান, মো. কাউছার রিপন, বিজয় দে, মো. মুজিবুল হাসান। সাংগঠনিক সম্পাদক- মেজবাহ্ উদ্দিন, মোঃ রনি হোসাইন। দিদার আলম- প্রচার সম্পাদক, শাহ আলম- উপ-প্রচার সম্পাদক, রেজাউল কাদের জিসান- দপ্তর সম্পাদক, সাফায়েত আলী শুভ- উপ-দপ্তর সম্পাদক, মো. নজরুল ইসলাম- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মো. ইসমাইল- উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, ফয়সাল রহমান- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, সঞ্জয় বড়য়া- উপ- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, জাহাঙ্গীর আলম- সসাংস্কৃতিক সম্পাদক, সাজু দে- উপ- সাংস্কৃতিক সম্পাদক, কামরুল হাসান- সমাজ সেবা সম্পাদক, ইকবাল হোসেন সেলিম- উপ- সমাজ সেবা সম্পাদক, মো. ইকবাল হোসেন- ক্রীড়া সম্পাদক, অর্ণব ত্রিপুরা সৌরভ- উপ- ক্রীড়া সম্পাদক, মো. আব্দুল খলিল নয়ন- পাঠাগার সম্পাদক, রাজু সরকার- উপ- পাঠাগার সম্পাদক, মো. তাজুল ইসলাম রাজু- তথ্য ও গবেষণা সম্পাদক, সজীব টিটু- উপ-তথ্য ও গবেষণা সম্পাদক, ফারহানা ইয়াছমিন শিমু- ছাত্রী বিষয়ক সম্পাদক, রুনা ইসলাম মীম- উপ- ছাত্রী বিষয়ক সম্পাদক, মান্না পাল- অর্থ বিষয়ক সম্পাদক, মো. মুরাদ হোসেন- উপ- অর্থ বিষয়ক সম্পাদক, আলাউদ্দীন টুটুল- আইন বিষয়ক সম্পাদক, রাফিউল ইসলাম শিমুল- উপ-আইন বিষয়ক সম্পাদক, মো তারেক হোসেন মাহিম- পরিবেশ বিষয়ক সম্পাদক, সাইদুজ্জামান পাপ্পু- উপ- পরিবেশ বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম- স্কুল বিষয়ক সম্পাদক, মো. ইউসুফ আব্দুল্লাহ মামুন- উপ-স্কুল বিষয়ক সম্পাদক, মিনহাজুর রহমান- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, জামাল উদ্দীন- উপ- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, হাসান মুরাদ- ধর্ম বিষয়ক সম্পাদক, ইমন বিশ্বাস- ধর্ম বিষয়ক সম্পাদক, ফাহিম কাদের- গণশিক্ষা বিষয়ক সম্পাদক, প্রিতম আইচ- উপ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মিল্টন কর্মকার- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা সম্পাদক।
সদস্য হয়েছেন- মামুনুর রশিদ মামু, আবির হাসান (মহসিন কলোনী) মো. আল মামুন (বাঘাইছড়ি), মো. রাসেল, নেছার উদ্দীন, মো. ইজাজুল হক রাব্বী, মেহেদী হাসান শাওন, মো. জুয়েল, রাফিউল ইসলাম সোহাগ।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান