॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে কর্তৃপক্ষ। সংবিধান সংশোধনের বিভিন্ন ধারা ও জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়নের নামের পরিবর্তন ও সংবিধানের ৩০ ধারা মোতাবেক ইউনিয়নকে “বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন” এর সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করার উদ্যোগে বিশেষ এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এটিএম হাসমত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম।
সভার উদ্বোধন করেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন জেনারেল সেক্রেটারী ওয়াজিউল্লাহ।
এসময় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক উপদেষ্টা মো: আবুল হাশেম, কার-মাইক্রো শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: ইসমাইল, সংগঠনের সাবেক সভাপতি কিশোর চৌধুরী, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম জাহিদ, রাঙামাটি কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আইয়ুব খানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের যেভাবে উন্নয়ন হয়েছে সেখানে শ্রমিকদের অবদান সব চেয়ে বেশি। বিশেষ করে পরিবহণ সেক্টরের কারণেই আজকে বাংলাদেশের এতো উন্নতি হচ্ছে। আজকে পরিবহণের সেক্টর যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সারাদেশ স্থবির হয়ে পড়বে। তাই শ্রমিকদের যথাযথ মূল্যায়ণ করে নায্য অধিকার দিতে হবে। এ সময় শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহব্বান জানান বক্তারা।