॥ স্টাফ রিপোর্টার ॥
আকস্মিক অগ্নিকান্ডে রাঙামাটি শহরের রিজার্ভ মূখ এলাকার গঙ্গামন্দিরের পাশে ৬ টি বসত ঘর পুড়েছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এদিকে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক ৬হাজার টাকা সহ ১৮টি কম্বল দিয়ে সহায়তা করেন।