॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবীন সংঘ ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সাবেক পৌর চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল মাওলা, নাছির উদ্দিদ তালুকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, নবীন সংঘ ক্লাবের সভাপতি সাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ সেলিম, রাঙামাটি ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমীর পরিচালক ওয়াশিংটন চাকমা, পৌর কাউন্সিলর করিম আকবর ও জোসনা বেগমসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
এসময় মুছা মাতব্বর বলেন, ক্রীড়াঙ্গনে নবীন সংঘ ক্লাবের অতীত ঐতিহ্য, সুনাম অনেক সমৃদ্ধ। এছাড়াও সামাজিক ভাবে ক্লাবের নানা প্রশংসনীয় কর্মকান্ড রয়েছে। এটি ঐতিহ্যবাহী একটি ক্লাব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবীন সংঘ ক্লাব অতীত কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ক্রীড়াসহ নানামুখি সামাজিক কর্মকান্ডে আরো বেশি মনোনিবেশ করবে।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত রাঙামাটির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবীন সংঘ ক্লাবের নতুন ভবনটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়।