স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : ইয়াবা বিক্রি করতে এসে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে পুলিশের হাতে আটক হয়েছে স্বর্ণটিলা এলাকার দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে স্বর্ণ টিলাস্থ হিন্দু পাড়া এলাকার বাসিন্দা শফিকের সন্তান সাইফুল ইসলাম (২২) ও বিশ্বনাথ এর পুত্র অন্তু বিশ্বাসকে রোববার দিবাগত রাত দেড়টার সময় শহরের রিজার্ভ বাজারস্থ নতুন বাস ষ্টেশন এলাকা থেকে তাদের আটক করেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই লিমন বোস ও এসআই আনোয়ার হোসেন। এসময় আটককৃত যুবকদ্বয়ের কাছ থেকে প্যাকেটভর্তি ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করতে স্বর্ণটিলা এলাকা থেকে রিজার্ভ বাজারে এসেছিলো। তারা উভয়েই স্বর্ণটিলা এলাকার বাসিন্দা বলেও পুলিশকে জানিয়েছে বলে কোতয়ালী থানা পুলিশকে জানিয়েছে বলে জানাগেছে।
মামলার তদন্তকারি কর্মকতা সেকেন্ড অফিসার এসআই লিমন বোস জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার নাম্বার হলো-২ তারিখ-১৪/১২/১৫ ইং।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান






























