॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শিশু পার্কে বৃক্ষ রোপণের মাধ্যমে শক্তি ফাউন্ডেশনের ‘সবুজায়ন’ কর্মসূচির উদ্বোধন করেছেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজিও) শক্তি ফাউন্ডেশন তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশব্যপী ‘সবুজায়নে শক্তি ফাউন্ডেশন’ কর্মসূচি পালন করছে।
প্রতিষ্ঠানটির রাঙামাটি কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার রাঙামাটি শিশু পার্ক ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মাঠে ৫০টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। রাঙামাটি পার্কে একটি আম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ডিসি মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান, রিজিওনাল হেড মোজাম্মেল হকসহ শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্থাটি জানায়, ১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪টি শাখা অফিস ও ৮৭টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছে।
৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সংস্থাটি এ বছর দেশের ৫৫টি জেলায় ৩ হাজার ১’শ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে।