॥ স্টাফ রিপোর্টার ॥
বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মহসীন রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন।
রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এবং পদক বাছাই কমিটির সদস্য সচিব ও রাঙামাটি সদর উপজেলার শিক্ষা অফিসার জগদীশ চাকমা সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ তাঁকে শ্রেষ্ঠ সভাপতি (এসএমসি) হিসেবে ঘোষণা করেন।
২০২২ সালে মনিরুজ্জামান মহসীন নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের ঝড়ে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যান। এ ছাড়া বিদ্যালয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।
প্রসঙ্গত: রাঙামাটি সদর উপজেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২৩ইং এর শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ক্যাটািরিতে তালিকা প্রকাশ করা হয়। এতে নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুজ্জামান মহসীন কে শ্রেষ্ঠ সভাপতি (এসএমসি) ঘোষণা করা হয়।