স্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : অতিসত্ত্ব¡র রাঙামাটি সরকারি কলেজের ক্লাস চালু করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, জেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপিট শুধুমাত্র রাজনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকতে পারেনা। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সীমাহীন ক্ষতি হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সমন্বয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছার তাগিদ দেন। সমস্যা নিরসন করে কলেজের ক্লাস শুরুর ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে সোচ্চার হওয়ার পরামর্শ দেন। চেয়ারম্যান বলেন, জেলার উন্নয়নের স্বার্থেই জেলা পরিষদে মাসিক উন্নয়ন সমন্বয় সভা করা হয়। এই সভায় সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত উপস্থিত থেকে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৎপর থাক দরকার।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জানুয়ারি মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান চেয়ারম্যান। সোমবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. রেজাউল করিম, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সাজিয়া পারভিন, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটি প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান