॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শ্রমিক লীগের উদ্যোগে রাঙামাটি প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন রিজার্ভ বাজার সিএনজি স্টেশন চত্বরে গিয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোক্তার আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শামসুল আলমের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, কোষাধ্যক্ষ সলিমউল্ল্যাহ সেলিম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি পরেশ মজুমদার ও আবুল হাসেম, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন- পৌর শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান।
এসময় যুবমহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমাসহ শ্রমিকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর প্রধান অতিথি হাজী মো. মুছা মাতব্বর একতা সমিতির নেতৃবৃন্দের হাতে নগদ ৩লক্ষ টাকা অনুদান তুলে দেন। এরপর জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।