রাঙাামাটিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে প্রশাসনের গণ বিজ্ঞপ্তি

367

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পাবর্ত্য জেলা ম্যাইজস্ট্রেসির আওতায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ এবং সকলের অবগতির জন্য গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পত্র অনুযায়ী আগামী ০১/১২/২০২১ খ্রিঃ হতে ৩১/১২/২০২১ খ্রিঃ পর্যন্ত- নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বরকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা যাবে।

আগ্নেয়াস্ত্র নবায়নের ক্ষেত্রে যেসব শর্তাবলী মানতে হবে তা হলোঃ ১. ২০২১ সালের জন্য যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হয়নি; এরূপ আগ্নেয়াস্ত্র লাইসেন্স সমূহ জেলা প্রশাসকের কার্যালয় হতে সম্পন্ন করতে হবে। ২. আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময় আবশ্যিক ভাবে সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে হবে। লাইসেন্সে অন্তর্ভূক্ত আগ্নেয়াস্ত্র থানায় বা অন্য কোন অনুমোদিত স্থানে/প্রতিষ্ঠানে জমা থাকলে নবায়নকালে তার সমর্থনে যথাযথ কাগজপত্র/প্রমাণাদি দাখিল করতে হবে। ৩. বাৎসরিক লাইসেন্স নবায়ন ফি (০৩/০৮/২০১৬ তারিখ থেকে প্রযোজ্য)

ব্যক্তি পর্যায়ে- পিস্তল ও রিভলবার ১১ হাজার ৫’শ টাকা, ব্যক্তি পর্যায়ে ও আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে- শটগান, রাইফেল, বন্দুক (এসবিবিএল/ডিবিবিএল) ৫হাজার ৭৫০টাকা, প্রতিষ্ঠান পর্যায়ে- শটগান, রাইফেল, বন্দুক (এসবিবিএল/ডিবিবিএল) ১১ হাজার ৬’শ টাকা। লাইসেন্স ফি: ১-২২১১-০০০০-১৮৫৯, ভ্যাট: ১-১১৩৩-০০২৫-০৩১১ কোড নম্বরে সোনালী ব্যাংক লিঃ এর যেকোন শাখায় জমা দিয়ে চালানের মূলকপি লাইসেন্স নবায়নকালে জমা দিতে হবে। ৪. উপজেলা নির্বাহী অফিসারগণ কেবল রাঙামাটি পার্বত্য জেলা ম্যৗাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নবায়ন করতে পারবেন। অন্য জেলা ম্যাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স সমূহের নবায়ন বিধি মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন করা হবে। ৫. প্রত্যেক উপজেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রেজিস্টারে সংরক্ষণ করতে হবে এবং নবায়নকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহের ১টি তালিকা অবগতির জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে।

লাইসেন্স নবায়নকালে ছেঁড়া কিংবা ভ্যবহার অযোগ্য মর্মে পরিলক্ষিত হলে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে জেলা প্রশাসকের কার্যালয় হতে ডুপ্লিকেট লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করতে হবে। ৭. লাইসেন্স ইস্যুর তারিখ হতে ৫ বছর অতিক্রান্ত লাইসেন্সের অনুকূলে অস্ত্র ক্রয় ও লাইসেন্সে লিপিবদ্ধ রা হয়ে থাকলে সে সকল লাইসেন্সসমূহ নবায়ন করা যাবে না। ৮. উপজেলা পর্যায়ে নবায়নকৃত লাইসেন্সধারীদের নাম, ঠিকানা, লাইসেন্স নম্বর ও অস্ত্রের নম্বর সম্বলিত তালিকা এবং আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি বাবদ জমাকৃত ট্রেজারী চালানের মূলকপি আগামী ১৬/০১/২২ খ্রিঃ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করতে হবে।