রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

7

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় নিজ কৃষিজমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলী ওই এলাকার বাবুল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সঙ্গে তিনি কৃষিজমিতে কাজ করতে যান। দুপুরের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে সামান্য সময়ের জন্য বিশ্রাম নিতে গিয়ে আকস্মিক বজ্রপাতের শিকার হন। বজ্রপাতের বিকট শব্দের সঙ্গে সঙ্গে জাবেদের শরীরে আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা মনির জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে জাবেদকে মৃত ঘোষণা করা হয়। বজ্রপাতের ফলে তার শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছিল।