।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত।।
রাঙ্গামাটি শহরের ফিশারি বাঁধ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
আহতের নাম কাজী শফিউল্লাহ, পিতা—কাজী আব্দুর রাজ্জাক, মাতা—হাসনারা বেগম মুন্নি। তিনি রাঙ্গামাটি শহরের অফিসার্স কলোনি, ৪নং ওয়ার্ড, তবলছড়ি এলাকার বাসিন্দা।
শনিবার সকাল ৯টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ‘পাহাড়িকা’ নামের একটি যাত্রীবাহী বাস (নম্বর: ঢাকা মেট্রো-ব ১৪-৭১৭৮) এবং একটি মোটরসাইকেল (নম্বর: রাঙ্গামাটি-ল ১১-১০৭৩) ফিশারি বাঁধ এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল চালক কাজী শফিউল্লাহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।