॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটিতে রাঙ্গা শ্রমিক কল্যান সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ মার্চ) দিনব্যাপী এসপি অফিস এলাকার নিজ কার্যালয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকাল ৫ টায় নির্বাচনী ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা, রাঙ্গা শ্রমিক কল্যান সমবায় সমিতির নির্বাচনী কমিটির সভাপতি তপন চৌধুরী।
এসময় তার সাথে ছিলেন, পোলিং অফিসার সুহৃদ চাকমা, সুজন কুমার দাশ, মোঃ সোহেল মিয়া। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন আব্দুল মালেক ও রইচ মিয়া। এতে সভাপতি পদে ১১৯ ভোট পেয়ে ছাতা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল রশিদ। নিকট তম প্রতিদ্বন্দী মোঃ আনোয়ার হোসেন ৬৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে হাতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ লিটন মিয়া। সাধারণ সম্পাদক পদে ১৩৫ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন। কোষাধ্যক্ষ পদে ১০৩ ভোট পেয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। এদিকে বিনা প্রতিদ্বন্দীতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোঃ মহিন উদ্দিন, মোঃ শাহ আলম, মোঃ মফিজ মিয়া, মোঃ সোহেল মিয়া, মোঃ কবির হোসেন, মোঃ সোহাগ মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ আবুল কালাম। প্রতি জন প্রার্তীর পক্ষে নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুবেল সিকদার, মোঃ বাচ্চু, জিয়াউর রহমান, মোঃ দেলোয়ার, মোঃ ইকবাল, মোঃ ইউসুফ, মোঃ সুফাত, মোঃ আলমগীর, মোঃ দুলাল মিয়া।
উল্লেখ্য- নির্বাচনে মোট ২০৫ জন ভোটারের মধ্যে ১৮৮জন ভোটারের ভোটে এই প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।