রাজবন বিহারে ১৯তম সার্বজননী মহাসংঘদান অনুষ্ঠিত

117

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল ও দুঃখ মুক্তির কামনায় ১৯তম সার্বজননী মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে জুরাছড়ি ও বরকল উপজেলাবাসীর যৌথ আয়োজনে এই মহাসংঘদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা ও সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি দল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিয় সভায় সঙ্ঘ প্রধান হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন, রাজবন বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, রতœাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির, রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির প্রমুখ।

অনুষ্ঠানে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, বিশেষ প্রার্থনা সহ বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, প্যাগোডা উদ্দেশ্য টাকা দান ও হাজার বাতি দান করা হয়। এসময় দূর দূরান্ত থেকে হাজারো পূর্ণ্যার্থী অংশগ্রহণ করেন।