॥ আজগর আলী খান ॥
রাজস্থলী উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ হতে অর্থ সহায়তা প্রদান করা হহয়েছে। বুধবার (১৬ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের (থলিপাড়া) গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।।
জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ক্ষতিগ্রস্ত চার পরিবারের হাতে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা তুলে দেন। এ সময় ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশঙ্গতঃ গত ১০ জুন সোমবার ভোররাতে ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের থলিপাড়া এলাকায় হটাৎ আগুনে পুরে গিয়ে খিয়াং সম্প্রদায়ের চার পরিবার নিঃশ্ব হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তরা এ সহায়তা প্রদান করেন।