॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া ইউনিয়নের ৫নং ইসলামপুরে প্রায় অর্ধশত নবীন রাজস্থলী উপজেলা ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. নাইমুল ইসলাম রনি ও সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আজিজুর রহমান রুবেল সকলকে সদস্য সংগ্রহ ফরম প্রদান করেন এবং সাংগঠনিক আলোচনায় সকলের সাথে কুশল বিনিময় করেন। শেষে নবীন ছাত্রদলের নেতা কর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
এতে ৫নং ইসলামপুর নবীন ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ, আলী আকবর, সাইদুল, হারিজ, মামুন, খাইরুল, আমিন, শাহাবুদ্দিন, রুবেল, কাসেম, শামীম সহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংগালহালিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রুবেল, মোঃ মামুন, মোঃ জুনায়েদ, ও ফরহাদ প্রমূখ।