রাজস্থলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর

377

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর ঘোষিত তফসিল মতে ওই দিন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৩টি ইউনিয়নে ব্যালেট পেপারে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করা হয়। রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিয়নে নির্বাচনে ভোট গ্রহণ নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তফসিল অনুসরণে আগামী ২৮ নভেম্বর রাজস্থলী উপজেলার যেসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে তা হচ্ছে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন, ২নং গাইন্দ্যা ইউনিয়ন ও ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোয়ন পত্র যাচাই বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।