রাজস্থলীতে ইউপি নির্বাচনের যাচাই বাছাই সম্পন্ন

362

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তৃতীয় ধাপে ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সরকার দলীয় প্রার্থী ১নং ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রবার্ট ত্রিপুরা ও ২নং গাইন্দ্যা ইউনিয়নের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হতে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার উৎপল বড়–য়া। তিনি জানান, গত ২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ধার্য ছিলো, ৪ নভেম্বর যাচাই বাছাই শেষে সকল প্রার্থীদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

অপর দিকে বাঙালহালিয়া ইউনিয়নে ৩জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের জয় পরাজয়ের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। তার মধ্যে নৌকা প্রতীক আদোমং মারমা, স্বতন্ত্র প্রার্থী ঞোমং মারমা ও ইসলামী আন্দোলনের সমর্থনে আবদুল রসিদ আকন্দ।