রাজস্থলীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

341
॥ রাজস্থলী প্রতিনিধি ॥
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সথে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমিউনিটি পুলিশিং। এর “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে’২১ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় র‌্যালির পর উপজেলা হল রুমে আলোচনা সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার আবু ছালেহ।
আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ডাঃ রুইহলাঅং মারমা, ওসি মফজল আহমদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরাসহ জনপ্রতিনিধি হেডম্যান, কার্বারী, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।