রাজস্থলীতে করোনা প্রতিরোধে তথ্য অফিসের সড়ক ও নৌযান প্রচারণা

365

|| রাজস্থলী প্রতিনিধি ||

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি পালনে সচেতন করতে প্রতিনিয়ত সড়ক ও নৌযান প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে ।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ জুলাই) কাপ্তাই উপজেলার নতুনবাজার, জেটিঘাট, লগগেইট, কেপিএম, তম্ব পাড়া, সাপছড়ি, বড়ইছড়ি, চন্দ্রঘোনা ফেরিঘাট, রাইখালীবাজার, রড়খোলা পাড়া, ডংছড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন বিভিন্ন জনবহুল স্থান সমূহে প্রচার প্রচারণা চালানো হয়।

কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন জানান , গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক’র নির্দেশক্রমে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া, নাড়াছড়া শফিপুর, ইসলামপুর, দশ মাইল, সুখ বিলাস, রাজস্থলী বাজার, নাহ্নামুখপাড়া, নোয়াঝিড়ি পাড়া, হাজী পাড়া রাজস্থলী উপজেলার অনেক জায়গায় করোনা সচেতনতায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এসময় কাপ্তাই তথ্য অফিসের গাড়িতে মাইকিং এর মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সমুহ প্রচার করা হয়। অপর দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও সাংবাদিকরা এ প্রচারণায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।