॥ রাজস্থলী প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ক্যাম্পের সহযোগিতায় অটল ৫৬ কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩৩ জন মোটর বাইক চালক ও সাধারণ জনগণের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প কমান্ডার লেফটেনেন্ট, শম মুবতাসীম মালিয়াত সৌধ হেলমেট বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ওয়ারেন্ট অফিসার হাফিজ আল ফয়সাল, চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত ইসতিয়াক আহম্মদ, নবনির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা, ঞোমং মারমা, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ প্রমূখ। এসময় ক্যাম্প কমান্ডার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাপ্তাই জোন সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে। ভবিষ্যতেও দূর্গম এ পার্বত্য এলাকায় এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আপনারা যারা মোটর বাইক চালান আপনাদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে কাপ্তাই জোন এ কার্যক্রম হাতে নিয়েছেন।