॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে আবাদি জমিতে সারা বছর সবজি উৎপাদনের বিভিন্ন পাড়ার কৃষকদের মাঝে প্রতি জনকে ১৯ প্রজাতির সবজি বীজ, কেঁচো সার,রাসায়নিক সার,সাইন বোড এবং বেড়া দেওয়ার নেট বিতরণ করেন গতকাল বুধবার।
এসময়ে ভাইসচেয়ারম্যান কৃষকদের বলেন আপনারা কোন আবাদি জমি খালি রাখবেন না আপনারা নিজের এবং দেশের উন্নয়নে কাজ করে যান সরকার আপনাদের পাসে আছেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব, অংনুচিং মার্মার, ভাইস চেয়ারম্যান, রাজস্থলী উপজেলা পরিষদ, জনাব, মো: আবুল খায়ের,উপজেলা কৃষি অফিসার,এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।