রাজস্থলীতে চাষিদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণ

4

\ রাজস্থলী প্রতিনিধি \
রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ২ টি উন্নয়নকৃত ক্রিকে উপকরণ বিতরন করা হয়। ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্রের উপস্থিতিতে মাছের পোনা,খাদ্য,সার ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় উপকারভোগিদের মাঝে বিতরণ করা হয়- পোনা ৪০কেজি, খাদ্য পাঁচ বস্তা, সার চল্লশ কেজি, জাল দুইটি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহিদ, রাজস্থলী মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা প্রমুখ।
পরে ২০ জন মৎস্য চাষিকে ১ দিনের রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাঠ পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।