রাজস্থলীতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নে আলোচনা

97

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলীতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাকের যৌথ আয়োজনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি এডভোকেসি সভা পালিত হয়।

সূত্র জানায়, চলতি বছরে রাজস্থলীতে ইতিমধ্যে ২৫ হাজার ১ শত কিটনাশক যুক্ত মশারি বিতরণ করা হয়েছে। উপজেলার তিন টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাঠ কর্মীরা বাড়ি বাড়ি মশারি পৌঁছে দিচ্ছেন। ব্রাকের রাজস্থলী শাখায় ম্যালেরিয়া পরীক্ষার কিট ও ওষুধের ঘাটতি নেই। ম্যালেরিয়া রোগীদের বিনামূল্যে ব্রাকের চিকিৎসা সেবা নেওয়ার জন্য বলা হয়।

ব্রাকের রাজস্থলী উপজেলা ব্যবস্থাপক অংসানু মারমা সঞ্চালনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, হেডম্যান বাথোয়াই মারমা, কারিতাস ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা, মৌলনা নরুলহক, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবদুল করিম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক,কামরুজ্জামান সোহাক, সুর্য্য হাসি ক্লিনিক ম্যানজার চিংকোয়াইপ্রু মারমা, নুরুল আলম মেম্বার, সমাজ সেবার প্রতিনিধি আজিজুল হক,হেডমান চথোয়াইনু মারমা,সহ ব্র্যাক স্বাস্থ্যের কর্মরত কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, বাংলাদেশ সরকার ম্যালেরিয়া নির্মূলের জন্য কাজ করছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের পাশাপাশি ব্র্যাকও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সবাই সচেতন হলে ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব । তবে আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে।