॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রাজস্থলী উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮জুন) বিকাল ৩টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও রাজস্থলী দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল রাঙামাটি জেলা দুর্নীতি দমন কমিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন। এবারের প্রতিপাদ্য ছিলো “রুখবো দুর্নীতি গড়বো দেশ হবো সোনার বাংলাদেশ। বিতর্ক প্রতিযোগিতায় দুইটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া। বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস.এস আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার সুশেল চাকমা, সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সানুমং মারমা।
এতে বিচারক ছিলেন, আখ্যেইম্যচৌধুরী, রোমেল দাশ, রাজীব কুমার দে। বিতর্ক প্রতিযোগিতায় রাজস্থলী ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়।এবং শ্রেষ্ঠ বক্তা হন ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভৌমিত্র বড়ুয়া। অতিথিরা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন । এসময় রাজস্থলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।