রাজস্থলী সংবাদদাতা, ৮ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : কাপ্তাই তথ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার রাজস্থলীতে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম ৪র্থ পর্যায়’ শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠি কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই তথ্য বিভাগের সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন।
প্রধান অতিথি উথিনসিন মারমা বলেন, একজন মানব শিশু জন্মের সাথে সাথেই কিছু অধিকার নিয়ে জন্মে, শিশুদের ভালোভাবে বাঁচা ও বেড়ে উঠার অধিকার একটি মৌলিক অধিকার। তিনি বলেন, পাশাপাশি সমাজে নারীদের যথাযোগ্য সম্মান দিতে হবে, নারীরা অবলা নয়। তারা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে। তাই তাদের মুল স্রোতে আনার জন্য নারীদের অগ্রাধিকার দিতে হবে। এই সরকার নারী বান্ধব সরকার উল্লেখ করে তিনি আরো বলেন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা রাজস্থলীতে বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয়ের প্রধান, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান