রাজস্থলীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ঘিরে এ্যাডভোকেসি সভা

95

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ শ্লোগানে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মেডিকেল অফিসার এম সি এইচ,ডা, দ্বীপায়নদাশ গুপ্ত। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চাকমা, এস আই,ইউসুফ আলী,মাঠ সেবিকা আইরিন আকতার, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,অংথোয়াইচিং মারমা।

পরিবার পরিকল্পনা বিভাগ জানান, আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর সারাদেশে একযোগে এই সপ্তাহ চলবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকান্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে এই সময়ে। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগন এতে অংশ নেন।