রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে ইসলামপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
আটককৃত আসামী মোঃ জীবন (১৮) রাজস্থলী থানার জিআর মামলা নং ২/২৪ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা মোতাবেক পরোয়ানাভুক্ত আসামী। আটককৃত মোঃ জীবন উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তারের সন্তান।
রাজস্থলী থানার এসআই স্বরুপ কান্তি পাল এবং এএসআই উজ্জল শৈয়লসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার সকালে ইসলামপুর থেকে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামীকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।