॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গাপোল নামক এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে যায়। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা তিনটার সময় উপজেলার রাজস্থলী চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের ইসলামপুর ভাঙ্গাপোল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে সেনা বাহিনীর তত্ববধানে সীমান্ত সড়কের নির্মাণ কাজ চলছে। কাজের জন্য চট্রগ্রাম হতে পাথর বোঝাই করে ধুমধুমিয়া সীমান্ত সড়কের উদ্দেশ্য আনা হচ্ছে পাথর। স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ৩ টার দিকে চন্দ্রঘোনা গামী (চট্টমেট্রো-ট-১১-৯৪৪৬) নাম্বারের পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর ভাঙ্গাপোল নামক এলাকার সড়কের পাশে উল্টে গিযে খাদে পড়ে যায়। এ সময় চালক আজগর আলী লাফ দিয়ে নেমে প্রাণে বাঁচেন। জানা যায়, ট্রাকটিতে প্রায় ২০ টনের বেশি বিদেশী পাথর ছিল।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন বলেন,মঙ্গলবার বেলা তিনটার দিকে ইসলামপুর ভাঙ্গাপোল এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার খবর পেয়েছি। এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি।